Select Page

জন্মদিনে দিতির জন্য দোয়া ববিতার

জন্মদিনে দিতির জন্য দোয়া ববিতার

1438181922

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার জন্মদিন বৃহস্পতিবার (৩০ জুলাই)। ১৯৫৩ সালের এ দিনে তিনি যশোরে জন্মগ্রহণ করেন। এবার জন্মদিন একমাত্র ছেলে অনিকের সঙ্গে বিশেষভাবে উদ্‌যাপন করবেন। বিশেষভাবে দোয়া করবেন দিতির জন্য।

বেশ কয়েক মাস আগেই ববিতা কানাডায় অধ্যয়নরত ছেলে অনিকের কাছে গিয়েছেন। সেখান থেকে মানবজমিনকে বলেন, ‘এবারের ঈদুল ফিতর অনিকের সঙ্গে করেছি। জন্মদিনও তার সঙ্গে উদ্‌যাপন করব আজ। আমার জীবনে তো আসলে আর চাওয়া-পাওয়ার কিছু নেই। যে কটা দিন বাঁচি আল্লাহ যেন ভালভাবে, সুস্থভাবে তার পথে চলার মতো তৌফিক দেন- এই দোয়াই কামনা করি। মানুষকে সেবার মধ্য দিয়ে যেন বাকিটা জীবন পার করতে পারি। অনিককে মানুষের মতো মানুষ করতে পারছি-এর চেয়ে বড় পাওয়া আর কিইবা হতে পারে। সবাই আমার জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন।’

অন্যদিকে ববিতা ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন চিত্রনায়িকা দিতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছেন যেন তিনি সুস্থ হয়ে সবার মাঝে ভালভাবে ফিরে আসেন। ববিতা আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

ববিতার চলচ্চিত্রে আসার পেছনে বড়বোন সুচন্দার অনুপ্রেরণা কাজ করেছে। সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৮ সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিলো ‘সুবর্ণা’। তিনি কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময়। জহির রায়হানের জ্বলতে ‘সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তাঁর নাম ‘ববিতা’ হয়ে যায়। ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। ৭০’-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।


মন্তব্য করুন