Select Page

আগস্টে আরো ভালোবাসবো তোমায়

আগস্টে আরো ভালোবাসবো তোমায়

425bb1947eeb71341d2b02f3122649f8-Shakib-Porimoni--1-এবারের ঈদে আরো ভালোবাসবো তোমায় ছবিটি মুক্তি দেবার জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। একদম শেষ মুহুর্তে এসে ছবির পরিচালক এস এ হক অলিক এর পক্ষ থেকে জানা যায়, পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় ঈদে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।  তবে সেসব ঝামেলা মিটিয়ে ফেলে আবারও মুক্তি দেবার প্রস্তুতি চলছে এখন। আগামী ১৪ আগস্ট সারা দেশে মুক্তি পাবে শাকিব ও পরীমনি অভিনীত আরও ভালোবাসবো তোমায়।

হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির পরিচালক এস এ হক অলিক অনেকদিন বিরতি পর এ ছবিটি নির্মান করেছেন। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী এবং ছবিটিকে ভালোভাবে উপস্থাপন করার জন্য সবাই যথেষ্ট পরিশ্রম করেছে বলেও জানিয়েছেন।

সম্প্রতি প্রথম আলোকে এস এ হক অলিক জানিয়েছেন, ‘সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ভিসা জটিলতায় সঠিক সময়ে দেশের বাইরে না যেতে পারায় ঈদের আগে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। শুটিংয়ের পর পোস্ট প্রোডাকশনসহ আনুষঙ্গিক ব্যাপারগুলো সুন্দরভাবে করেছি। প্রত্যাশার তো শেষ নাই, তারপরও আমাদের মতো করেই ছবিটিকে তৈরি করেছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

সাধারনত মিষ্টি প্রেমের গল্প নিয়ে ছবি নির্মান করেন অলিক। এবারও তার ব্যতিক্রম নয়। এর আগে হৃদয়ের কথা এবং আকাশ ছোয়া ভালোবাসা ছবি নির্মান করে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

আরো ভালোবাসবো তোমায় ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানপরী মনি। এ ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ। আর অতিথি চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবির গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, হাবিব, হৃদয় খান, কোনাল, কিশোর, ইমরান ও লেমিস। ছবিটির সবগুলো গানের কথা লিখেছেন পরিচালক অলীক নিজে। একটি গান লিখেছেন কবির বকুল।


মন্তব্য করুন