Select Page

সাপের ছোবল খেলেন চাঁদনী

ছবি কৃতজ্ঞতা: বাংলামেইল২৪.কম

শুটিং চলাকালে সাপ নিয়ে নাচার সময় হাতে পেঁচানো সাপের ছোবল খেলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। । এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। পরিচালক কিশোর মাহমুদের ‘বিষ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় গতকাল বিকালে এই ঘটনা ঘটে।

নির্মানাধীন এই চলচ্চিত্রের একটি গান ‘বাইদ্যার ঘরের কন্যাগো আমি’র সাথে নাচের শুটিং করছিলেন চাঁদনী। দৃশ্যের প্রয়োজনে একপর্যায়ে একটি সাপ হাতে পেঁচিয়ে নাচতে থাকেন তিনি। হঠাৎ করেই সাপটি তার হাতে ছোবল মারে। প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষন পরে মাথা ঝিম ঝিম করছে বলে জানান তিনি। এসময় দ্রুততার সাথে তাকে পুবাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে ড্রেসিং করে দেয়া হলে সুস্থ বোধ করেন চাঁদনী।

দূর্ঘটনা প্রসঙ্গে নির্মাতা কিশোর মাহমুদ বাংলামেইলকে বলেন, ‘সাপের বিষদাঁত ভেঙেই দেখানো হয় সাপের খেল, ব্যবহার করা হয় শুটিংয়ে। যেহেতু বেদে জীবন নিয়েই ছবির পটভূমি, তাই বেশকিছুদিন থেকে সাপ নিয়েই শুটিং করছেন চাঁদনী। এই প্রথম এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও সাপটির বিষহীনতা নিয়ে বেদেরা নিশ্চিত করছিল বার বার, তবুও ঝুঁকি নেয়া হয়নি।’

পরবর্তীতে আরও সাবধানতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক ভয় কেটে গেলে বিশ্রামে আছেন চাঁদনী।


মন্তব্য করুন