Select Page

গানঃ মা বাবা সন্তান

গানঃ মা বাবা সন্তান

Baba ma sontan starring chamak tara and fahim chowdhury (2)এম আর মুকুল নেত্রবাদী পরিচালিত মা বাবা সন্তান ছবিটির নাম প্রথমে শাদী রাখা হয়েছিল। কিন্তু সেন্সরবোর্ডে জমা দেয়ার পর ছবিটি প্রদর্শনের অযোগ্য ঘোষনা করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় সংশোধন করে ছবিটির নাম পরিবর্তন করে মা বাবা সন্তান হিসেবে জমা দেয়া হয় এবং ছবিটি ছাড়পত্র লাভ করে। মা বাবা সন্তান ছবিতে অভিনয় করেছেন চমক তারা এবং ফাহিম চৌধুরী। ছবিতে মোট গানের সংখ্যা পাঁচটি। বিএমডিবি-র দর্শকদের জন্য দুটি গান এখানে উপস্থাপন করা হল।

শিরোনামঃ ভালোবেসে শুধু তোমাকে চাই

শিরোনামঃ তুমি আমার ড্রাইভার


মন্তব্য করুন