Select Page

আট ছবিতে নিপুণ

আট ছবিতে নিপুণ

58141_e4চলচ্চিত্র নায়িকাদের মধ্যে বর্তমানে সর্বাধিক ছবিতে অভিনয় করছেন নিপুণ। তার হাতে রয়েছে আটটি ছবির কাজ।

তার হাতে থাকা ছবিগুলো হলো ‘মায়ানগর’, ‘পদ্মা পাড়ের পার্বতী’, ‘মায়ের মমতা’, ‘জলরং’, ‘তবুও তুমি আমার’, ‘পরিচয়’, ‘শোভনের স্বাধীনতা’ ও ‘পদ্ম পাতার জল’।

শুটিং চলছে ‘মায়ানগর’, রফিক শিকদারের পরিচালনায় ‘পদ্মা পাড়ের পার্বতী’র।

এরই মধ্যে কলকাতার ‘পরিচয়’ ছবিতে অভিনয় করে এসেছেন নিপুণ। সরকারি অনুদানে নির্মিত ছবি ‘শোভনের স্বাধীনতা’রও শুটিং শেষ করেছেন।

তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবিতে নিপুণ অভিনয় করেছেন অতিথি চরিত্রে। এতে তিনি আইটেম গানেও উপস্থিত হয়েছেন।

এছাড়া, খুব শিগগিরই নতুন আরও চারটি ছবির বিষয়ে চূড়ান্ত করেছেন নিপুণ।

সুত্র: মানবজমিন


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares