Select Page

ঈদে ফিরছে ওসি হারুন ও অ্যালেন স্বপন

ঈদে ফিরছে ওসি হারুন ও অ্যালেন স্বপন

বাংলা ওটিটিতে টেলিভিশনের অভিনেতারা নতুন করে জনপ্রিয়তা উপভোগ করছেন। চরিত্রের নামেই আজকাল পরিচিত হচ্ছেন তারা। তেমন দুটি চরিত্র ওসি হারুন ও অ্যালেন স্বপন। অভিনয়ের আছেন যথাক্রমে মোশাররফ করিম ও নাসির উদ্দিন খান।

জনপ্রিয় দুই চরিত্র এই ঈদুল ফিতরে ফিরছে ডিজিটাল প্লাটফর্মে। তেমনই ঘোষণা দিল ভারতীয় হইচই ও দেশের চরকি।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহানগর’ সিরিজটির প্রথম কিস্তিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়ান মোশাররফ করিম। দুই বাংলায় রীতিমতো হইচই পড়ে যায়। এরপর দর্শকের অনেক অনুরোধের মাঝে হইচই জানায়, সিরিজটির সিক্যুয়াল হচ্ছে।

গত ২৫ মার্চ উন্মুক্ত হয় সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর টিজার। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজারে হাজির হয়ে গল্পের ওসি হারুন দুটি কথা মনে রাখবেন- এক. নামটা হচ্ছে হারুন আর দুই. হারুন এত সহজে হারে না।

সেই সঙ্গে জানা যায়, আসছে ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ।

আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর ২’-এ মোশাররফ করিম ছাড়া আর কারা থাকছেন জানা যায়নি। তবে প্রথম কিস্তিতে ছিলেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।

‘মহানগর’ সিরিজে কমিক রোল করে মূলত পরিচিতি পান নাসির উদ্দিন খান। এরপর শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’ সিরিজে অ্যালেন স্বপন চরিত্রটি তাকে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

সেই ‘সিন্ডিকেট’-এর স্পিন–অফ সিরিজ হিসেবে আসছে ‘মাইসেলফ অ্যালেন স্বপন’।

গত ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরকির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ২৬ সেকেন্ডের একটি টিজার। যেখানেই জানানো হয় ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।

টিজারের শুরুতে একজনের পায়ের আওয়াজ পাওয়া যায়। ধীরে ধীরে হেঁটে আলোর নিচে আসতেই প্রকাশ্যে আসে তাঁর চেহারা। তিনি আর কেউ নন, অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। টিজারে তাকে বলতে শোনা যায়, ‘অনেক চেষ্টা করেছি লুকায়ে থাকার, লাভ হয় নাই। আপনাদের ডাকে হাজির হইতেই হইছে।’

স্পিন-অফ সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ও নির্মাণ করেছেন শিহাব শাহীন। এ সিরিজে অ্যালেন স্বপন সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। জানা যাবে তার পেছনের গল্প। নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রুবেল, শিমলা, সেন্টু, আনিসুল বরুণ প্রমুখ।


মন্তব্য করুন