Select Page

এই ৩৩ হলে শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

এই ৩৩ হলে শান্ত-শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

শুক্রবার মুক্তি পাচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শান্ত খান অভিনীত ‘বিক্ষোভ’। শাপলা মিডিয়ার ছবিটি দেখা যাবে ৩৩ হলে।

সিনেমাটির কাহিনি প্রসঙ্গে শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার

শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, প্রয়াত সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

যে হলে দেখায যাবে— রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, গীত, চিত্রামহল, শ্যামলী, শ্যামলী, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম ও সৈনিক ক্লাবে।

ঢাকার বাইরে নিউ মেট্রো, সিনেস্কোপ, চাঁদমহল (নারায়ণগঞ্জ), মমতা (নরসিংদী), পান্না (মুন্সীগঞ্জ), চন্দ্রিমা (সাভার), অভিরুচি (বরিশাল), সত্যবতী (শেরপুর), সুগন্ধা, সিনেমা প্যালেস (চট্টগ্রাম), নন্দিতা, বিজিবি (সিলেট), শাপলা (রংপুর), মর্ডান (দিনাজপুর), সংগীতা, লিবার্টি (খুলনা), ছায়াবানী (ময়মনসিংহ), তাজ (গাইবান্ধা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মনিহার (যশোর), রাজিয়া ও মাধবী (টাঙ্গাইল) হলে দেখা যাবে ‘বিক্ষোভ’।


মন্তব্য করুন