Select Page

একসঙ্গে তিন সিনেমায় চুক্তিবদ্ধ রোশান

একসঙ্গে তিন সিনেমায় চুক্তিবদ্ধ রোশান

‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলি’ এই তিন সিনেমার ঘোষণা দিলেন মো. ইকবাল। এর মাধ্যমে প্রযোজক থেকে পরিচালক বনে গেছেন তিনি। সবগুলোরই নায়ক হিসেবে থাকছেন রোশান

বুধবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিগুলোর নাম ঘোষণা দেন ইকবাল।

তিনি বলেন, ‘আমি যখন প্রযোজনা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিল পরিচালনায় আসার। এতদিন ধরে নিজেকে প্রস্তুত করেছি। আর প্রযোজনা তো ছাড়ছি না।’

‘আমার প্রযোজনা শুরু ২০০৯ এর দিকে। তখন থেকে আমি কাজী হায়াৎ, শাহীন সুমন, মালেক আফসারীর মত পরিচালকদের দিয়ে ছবি বানিয়েছি। তাদেরকে প্রযোজনা করার সময় একটা শর্ত দিয়েছিলাম আমাকে তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখতে হবে। আমি এত বছর ধরে তাদের থেকে দেখে শিখেছি।’

ছবিগুলো পূর্বে অন্য পরিচালকদের পরিচালনা করার কথা থাকলেও এবার ইকবাল পরিচালনা করবেন। তিনি বলেন, আমি ছবিগুলোর প্রযোজক ছিলাম। নানা কারণে অন্য পরিচালকরা কাজ করছেন না। তাই এখন আমিই পরিচালনা করবো। এ গল্পগুলো সব আমার নিজের। এগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন।

আপনার আগের প্রায় সব ছবিতে শাকিব খান নায়ক ছিলেন, এখন নেই কেন?  এমন প্রশ্নে ইকবাল বলেন, ‘শাকিব খান এ ইন্ডাস্ট্রিতে আমার বড় ভাই। উনি আমার সব কাজে সবসময় পাশে থেকেছেন। এবারও এক ভিডিও বার্তার মাধ্যমে আমাকে দোয়া করেছেন।’

রোশান ছবি তিনটিতে সম্পৃক্ত হওয়া নিয়ে বলেন, ইকবাল ভাই গুলশানের এক রেস্টুরেন্টে দেখা করতে বলেন আমাকে। সেখানে তিনি ছবিগুলোর গল্প শুনান আমাকে আর বলেন, রোশান তিনটি ছবিতেই আমি নায়ক হিসেবে তোমাকেই আমার লাগবে। আমি কৃতজ্ঞ ওনার মত একজন প্রযোজক ওনার প্রথম পরিচালনায় আমাকে ভেবেছেন।

তিনি আরও বলেন, তিনটি ছবির গল্পই বেশ সুন্দর। এর মধ্যে ‘ফাইটার’ অ্যাকশনধর্মী আর ‘গুলশানের চামেলি’র গল্প তো অসাধারণ। এ ধরনের গল্প সচরাচর দেখা যায় না।

তিনটি ছবির মধ্যে ‘ফাইটার’-এ নায়িকা হিসেবে থাকছেন শিরিন শীলা। শিরিন শীলা বলেন, ‘আমার জন্য ২০২১ সালের শুরুটা ভালো হলো। আমি চেষ্টা করবো সুন্দর করে ছবিটাতে অভিনয় করতে।’

ইকবাল জানালেন, আগামী মাস থেকে ‘ফাইটার’-এর শুটিং শুরু হবে। এরপর ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’র শুটিং হবে।

‘ফাইটার’ মের্সাস জে প্রোডাকশন, ‘রিভেঞ্জ’ অনুরাগ ট্রেডার্স এবং ‘গুলশানের চামেলী’ সুনান মুভিজ প্রযোজনা করছে।


মন্তব্য করুন