Select Page

খোলামেলা ফটোশুটের বয়সে পড়াশোনায় ব্যস্ত শবনম ফারিয়া

খোলামেলা ফটোশুটের বয়সে পড়াশোনায় ব্যস্ত শবনম ফারিয়া

খোলামেলা কাপড় পরে ফটোশুটের বয়সে পড়াশোনা করছেন শবনম ফারিয়া। সাম্প্রতিক কোনো বিষয়ে এমন মন্তব্য কিনা জানাননি নায়িকা। তবে নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখলেন অসুস্থতা, কাজের ফেরার প্রসঙ্গও। প্রতিবেদন কালের কণ্ঠের।

গত রোববার (১১ ডিসম্বর) রাতে ভারত থেকে ঢাকা ফিরেছেন জানিয়ে শবনম ফারিয়া। তিনি বলেন, আমার ফ্লাইট দেরি ছিল, তাই আমি বাসায় রাত সাড়ে ৮টায় এসে পৌঁছেছি।

আমার জিনিসপত্র খুললাম, রাতের খাবার খেলাম, আগামীকালের শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করলাম, আর হঠাৎ মনে পড়ল পরশু আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট সাবমিশনের শেষ তারিখ। 

পড়াশোনা প্রসঙ্গে ফারিয়া বলেন, অসুস্থ থাকতে থাকতে ভুলেই গেছি। লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে। এখন পড়তে বসছি! এইটা আমার মিড লাইফ ক্রাইসিসে ওয়েট কমায় খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স, এই বয়সে এইসব বাদ দিয়ে পড়াশোনা করতেছি।

নাকের সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

অপারেশনের আগে অধিকাংশ সময়েই নিশ্বাস নিতে কষ্ট হতো ফারিয়ার। ভারতে ডাক্তার দেখানোর পর তিনি জানতে পারেন, নাকের জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

অস্ত্রোপচার শেষে ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতেই বড় বোনের বাসায় থাকবেন ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর ঢাকায় ফেরার কথা ছিল তার। ১১ ডিসেম্বর রাতে ফিরলেন তিনি।

জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের পর আর বড়পর্দায় দেখা যায়নি শবনম ফারিয়াকে। তবে নাটকে বরাবরই তিনি তুমুল ব্যস্ত।


মন্তব্য করুন