Select Page

চমৎকার টিজারে ‘জেকে ১৯৭১’

চমৎকার টিজারে ‘জেকে ১৯৭১’

এর আগে পোস্টার ও শুটিং স্টিলে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’ এর দৃশ্যপট আমাদের সামনে উঠে এসেছিল। এবার চমৎকার টিজারে দেখা গেলে ছবির কিছু দৃশ্য। যা মন কেড়েছে।

টিজারটি ২৮ মে উন্মুক্ত হয় প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মের ইউটিউব চ্যানেলে।

মুক্তিযুদ্ধে বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘জেকে ১৯৭১’। এক মিনিট দৈর্ঘ্যের এই টিজারে উঠে এসেছে প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ছিনতাইয়ের কিছু দৃশ্য।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে জ্যাঁ কুয়ে নামের এক ফরাসি তরুণ ঐ বিমান ছিনতাই করে। বিমানটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য ছিল, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। কারণ, পূর্ব পাকিস্তানের যুদ্ধাহত মানুষদের বাঁচাতে চিকিৎসা সেবা প্রয়োজন।

পরিচালক জানালেন, সিনেমাটির দৃশ্যধারণ, সম্পাদনা, ডাবিং, কালার কারেকশন, ভিএফএক্সের কাজ শেষে প্রকাশ হলো টিজার। কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে ট্রেলার ও পোস্টার।

ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনও সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এরই মধ্যে ছবির সব কাজ শেষ করেছি। তারই ধারাবাহিকতায় টিজার প্রকাশ করলাম। আশা করছি শিগগিরই মুক্তির তারিখও জানাতে পারবো।’

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘জেকে ১৯৭১’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ প্রায় ৩৬ জন শিল্পী।


মন্তব্য করুন