Select Page

জটিলতায় ‘রক্ত’, জাজের মন্তব্য নেই

জটিলতায় ‘রক্ত’, জাজের মন্তব্য নেই

pori-roshan-rokto

যৌথ প্রযোজনার সিনেমা ‘রক্ত’র পরিচালক হিসেবে থাকছেন না মালেক আফসারী। ফেসবুকের মাধ্যমে এমনটা জানিয়েছেন নামি এ নির্মাতা।

শোনা যাচ্ছে সিনেমার হাল ধরবেন ওয়াজেদ আলী সুমন। তবে এ বিষয়ে মুখ খুলছে না জাজ মাল্টিমিডিয়ার কেউ। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বর্তমানে ভারতে রয়েছেন। তিনি আসলেই বিস্তারিত জানা যাবে।

সিনেমাটির নায়িকা পরী মনির সঙ্গে তোলা ছবি শেয়ার করে শুক্রবার বিকেলে মালেক আফসারী লেখেন, ‘পৃথিবীতে যা কিছু ঘটে তা ঘটবে এবং ঘটবেই। মানুষের কিছু করার নাই। ‘রক্ত’ ছবি থেকে আমার বিদায় নেওয়াটা তেমন একটি ঘটনা মাত্র আর কিছু নয় ভাইয়া।’

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করছেন পরী মনি ও নবাগত রোশান। এরই মধ্যে ভারতে মালেক আফসারীর পরিচালনায় সিনেমাটির শুটিও শুরু হয়েছে।

লেডি অ্যাকশনধর্মী ‌‘রক্ত’ মুক্তি পাবে ঈদুল আজহায়।


মন্তব্য করুন