Select Page

জন্মদিনে ঘোষণা : দি অভি কথাচিত্রের পরের সিনেমায়ও আরিফিন শুভ

জন্মদিনে ঘোষণা : দি অভি কথাচিত্রের পরের সিনেমায়ও আরিফিন শুভ

নায়ক আরিফিন শুভ’র জন্মদিন ২ ফেব্রুয়ারি। এদিন তার আলোচিত সিনেমা ‘ভালো থেকো’ মুক্তির কথা থাকলেও সম্প্রতি পিছিয়েছে এক সপ্তাহ। সেই সিনেমার প্রযোজনা সংস্থা দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি দিলেন নতুন তথ্য।

ঢালিউড তারকাদের জন্মদিনে নতুন সিনেমা উপহার পাওয়া নতুন কোনো ঘটনা নয়। এবার এমনটা ঘটেছে ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত শুভ’র ক্ষেত্রে।

এক ফেসবুক ঘোষণায় অভি জানান, তার প্রতিষ্ঠানের পরের সিনেমারও নায়ক হচ্ছেন শুভ। মার্চে বিস্তারিত ঘোষণা আসবে- এর বেশ এখন আর বললেননি।

অবশ্য কয়েকদিন আগ এক টিভি অনুষ্ঠানে শুভ’র উপস্থিতিতে ‘ভালো থেকো’র নায়িকা তানহা তাসনিয়া জানান, দি অভি কথাচিত্রের আরো একটি সিনেমায় অভিনয় করবেন। শিগগিরই ঘোষণা আসবে। তবে শুভ’র সিনেমাটি নিয়ে বলেছেন কি-না জানা যায়নি।

 


মন্তব্য করুন