Select Page

ঢালিউড টুয়েন্টিফোরের বর্ষপূর্তি

ঢালিউড টুয়েন্টিফোরের বর্ষপূর্তি

563130_10202176271630362_1053319144_n-1‘বাংলা চলচ্চিত্রের জয়ধ্বনি শুরু এখানেই’ এই শ্লোগান নিয়ে এগিয়ে চলা চলচ্চিত্র বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যমঢালিউড টুয়েন্টিফোর ১৬ নভেম্বর পালন করল সাইটটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ।

 

এ উপলক্ষে ১৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে ঢালিউড টুয়েন্টিফোরের অফিসিয়ালদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে উপস্থিত ছিলেন ঢালিউড টুয়েন্টিফোরের সিইও জাহিদ হাসান অভি, এডিটর ইন চিফ আলতামিশ নাবিলসহ অন্যান্য সদস্যরা ।

 

জানা গেছে, ডিসেম্বরে ঢালিউড টুয়েন্টিফোর মিট দ্যা প্রেসের আয়োজন করতে যাচ্ছে।


মন্তব্য করুন