Select Page

নতুন দুই সিনেমায় শাকিব

নতুন দুই সিনেমায় শাকিব

shakib-khan

নতুন দুই সিনেমায় দেখা যেতে পারে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। সিনেমাগুলো হলো ‘মিশন মাদ্রিদ’ ও ‘দর্শনা এক্সপ্রেস’।

বছর খানেক আগে ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় শুরু হওয়ার কথা ছিল ‘মিশন মাদ্রিদ’র শুটিং। চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পি চৌধুরী। কিন্তু এখন শোনা যাচ্ছে নায়ক বদল হয়েছে। এরইমধ্যে শাকিব চূড়ান্ত কথা দিয়েছেন ইস্পাহানিকে। তবে কাগজ-কলমে চুক্তিবদ্ধ হননি।

ওই সময় নায়িকা হিসেবে শোনা যায় আঁচল ও দিপালীর নাম। শাকিবের বিপরীতে তারা থাকবেন কিনা জানা যায়নি।

বুলবুল বিশ্বাসের পরিচালনায় ‘রাজনীতি’তে অভিনয় করছেন শাকিব। এরপর ‘দর্শনা এক্সপ্রেস’ নামের আরেকটি সিনেমায় হাত দেবেন বুলবুল।

‘দর্শনা এক্সপ্রেস’-এ শাকিবের বিপরীতে কে থাকবেন সেটা এখনি জানাতে চান না নির্মাতা। শাকিবের সাথে প্রাথমিক কথা হয়েছে বলে দাবি করেছেন শুধু।

সূত্র: ঢালিউড টুয়েন্টিফোর ডটকম।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares