Select Page

বলিউড নয় দেশেই পাওয়া গেল ‘মাসুদ রানা’র নায়িকা

বলিউড নয় দেশেই পাওয়া গেল ‘মাসুদ রানা’র নায়িকা

চট্টগ্রামের মেয়ে সৈয়দা তৌহিদা হক অমনি যুক্ত হচ্ছেন ‘মাসুদ রানা’য়। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এ সুদর্শনার চরিত্রের নাম নবনীতা। এমনটাই জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। অমনি মাসুদ রানার তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

মাসুদ রানা চলচ্চিত্র নিয়ে কম জলঘোলা হয়নি। বিশাল বাজেটের এই সিনেমা হবে কি না তাও নিশ্চিত না। অথচ হলিউড অভিনেতাদের সমন্বয়ে গড়া অভিনেতাদের তালিকাও প্রকাশ হয় বিদেশি সংবাদমাধ্যমেত। জাজ বলিউডের শ্রদ্ধা কাপুরের নাম উল্লেখ করলেও এ অভিনেত্রী তা অস্বীকার করেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ কালের কণ্ঠকে বলেন, আমাদের চিত্রনাট্য প্রস্তুত। চিত্রনাট্যে অনেককিছু ইম্প্রোভাইজ করা হয়েছে। যেখানে সোহানা, রূপা ও নবনীতা চরিত্রগুলোকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। নবনীতা চরিত্রে অভিনয় করছেন  সৈয়দা তৌহিদা হক অমনি।

অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ চরিত্রটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হবে। ‘মাসুদ রানা’ সিরিজের ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে আরও জানানো হয়েছে, এরই মধ্যে ছবির অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। যেমন ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে—বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে। ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছাড়া সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। আর চলচ্চিত্রের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন