Select Page

ফারুকীর ‌‘নো ল্যান্ডস ম্যান’ হতে যাচ্ছে, প্রধান চরিত্রে নওয়াজুদ্দিনই থাকছেন

ফারুকীর ‌‘নো ল্যান্ডস ম্যান’ হতে যাচ্ছে, প্রধান চরিত্রে নওয়াজুদ্দিনই থাকছেন

# ২০১৪ সালে আলোচনায় আসা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ এবার শুটিং ফ্লোরে যাচ্ছে
# ৪ বছর আগের খবর সত্য করে ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকি। অন্যতম প্রযোজকও তিনি
# ছবিতে একজন দক্ষিণ এশীয় মানুষের ঘটনাবহুল ও অদ্ভুত এবং কিছুটা কৌতুকময় জীবন যাত্রার গল্প উঠে আসবে
# নওয়াজুদ্দিন বলেন, একজন অভিনেতার সামর্থ্যের বাইরে গিয়েও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমার ভেতর থেকে তাগিদ পাচ্ছিলাম

২০১৪ সালের ডিসেম্বরে বিএমডিবি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, “অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড (অ্যাপসা)-এর অষ্টম আসরে পুরস্কার পেলো মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। ১১ই ডিসেম্বর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করার পাশাপাশি ঘোষণা করা হয় অ্যাপসা-এমপিএ বিজয়ীর নাম।পুরস্কার হিসেবে ফারুকী পেয়ছেন ২৫ হাজার মার্কিন ডলার।”

পরের বছর আরেক প্রতিবেদনে বলা হয়, ‘এ ছবিতে থাকছে নানা চমক। তাও আবার হলিউড, বলিউড আর কলকাতাকে ঘিরে। এই ছবিতে একজন হলিউড অভিনেত্রী যেমন থাকতে পারেন তেমনি থাকতে পারেন ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও। সম্প্রতি ভারতের টাইমস অব ইন্ডিয়ায় নিজের কথা স্বীকার করেছেন নওয়াজুদ্দিন। তবে এ বিষয়ে ফারুকীর মুখে এখনো তালা।’

এরপর একাধিক ফান্ড পায়। কিন্তু কয়েকটি সিনেমা নির্মাণ করলেও আড়ালে ছিল ‘নো ল্যান্ডস ম্যান’। ফারুকীর উচ্চাভিলাষী আইডেন্টিটি ট্রিলজির দ্বিতীয় কিস্তি হিসেবে গুঞ্জন থাকা সিনেমাটির নতুন সুখবর পাওয়া গেল।

বৃহস্পতিবার ভ্যারাইটি ডটকমে প্রকাশিত খবরে জানা যায়, ‘নো ল্যান্ডস ম্যান’ নির্মিত হতে হচ্ছে। আর পুরনো খবর সত্য করে সিনেমাটির সঙ্গে যুক্ত হচ্ছেন ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি।

সেখানে বলা হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‌‘নো ল্যান্ডস ম্যান’-এ অভিনয় করছেন বলিউডের প্রশংসিত এ অভিনেতা। চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।

‘নো ল্যান্ডস ম্যান’ ফারুকী ও নওয়াজুদ্দিন- দুজনেরই প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। এটি পৃথিবীতে চলমান অভিবাসন ও তার রাজনীতি দ্বারা অনুপ্রাণিত।

ছবিতে একজন দক্ষিণ এশীয় মানুষের ঘটনাবহুল ও অদ্ভুত এবং কিছুটা কৌতুকময় জীবন যাত্রার গল্প উঠে আসবে। তবে সেই মানুষটির অন্যরকম কিছু ঘটনা দেখা যাবে যখন অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে তার দেখা হবে যুক্তরাষ্ট্রে।

ভ্যারাইটিকে নওয়াজুদ্দিন বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্য আমি প্রথম যখন পড়ি তখন থেকে এটি আমার সাথে রয়ে গেছে। এতে যেমন আছে হিউমার, তেমনি রয়েছে এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কারের নানা মুহূর্ত। একজন অভিনেতার সামর্থ্যের বাইরে গিয়েও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমার ভেতর থেকে তাগিদ পাচ্ছিলাম। তাই যুক্ত হওয়া।’

সহপ্রযোজনায় থাকছে নওয়াজুদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ম্যাজিক ইফ ফিল্মস। আরও আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এর মাধ্যমে প্রযোজক হিসেবে তিশার অভিষেক হচ্ছে।

‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য ২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও পেয়েছে। এছাড়া গোয়া ফিল্মবাজারসহ এই চিত্রনাট্য অসংখ্য উৎসবে প্রশংসিত হয়েছে। জানা যায়, চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।

ফারুকীর মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ‘ডুব’-এ অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিনের এক সময়ের বন্ধু ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ওই ছবির সহ-প্রযোজকও ছিলেন তিনি।

এদিকে সেন্সর জটিলতায় আটকে আছে ফারুকীর ‘শনিবার বিকেল’। বাংলাদেশ, ভারত ও জামার্নির প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রথমবার প্রদর্শিত হতে যাচ্ছে রাশিয়ার একটি উৎসবে।


মন্তব্য করুন