Select Page

মেন্টালে শাকিবের সঙ্গী হলেন তিশা

মেন্টালে শাকিবের সঙ্গী হলেন তিশা

tish-shakib-iner-0

দীর্ঘদিন ধরেই ‘মেন্টাল’ ছবিতে জনপ্রিয় অভিনেত্রী তিশা অভিনয় করছেন- এমন কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কিন্ত ছবির চিত্রনাট্য না দেখা পর্যন্ত তিশা এতে অভিনয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। অবশেষে শামীম আহমেদ রনির পরিচালনায় এ ছবিতে অভিনয়ে তিনি সম্মতি দেন।

এ ছবিতে এবারই প্রথম ঢাকাই ছবির অন্যতম ব্যস্ত নায়ক শাকিব খানের বিপরীতে তিশাকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তিশা সংবাদমাধ্যমকে বলেন, অনেক দিন ধরে ছবিটির ব্যাপারে কথা চলে আসছিল। কিন্তু নানা ঝামেলার কারণে আমি সিদ্ধান্ত জানাতে পারিনি। এরই মধ্যে ছবির চিত্রনাট্য পড়েছি। ভালও লেগেছে। আর সঙ্গে সঙ্গে ছবিতে অভিনয় করবো বলে জানিয়ে দিয়েছি। ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা আগেও হয়েছে। তবে এবার চলচ্চিত্রে ভিন্নভাবেই দর্শকের সামনে আসছি। ছবিটি নিয়ে আমি সত্যি খুব আশাবাদী।

গত ২রা নভেম্বর ‘মেন্টাল’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। তিশা ছাড়াও এতে আরও অভিনয় করবেন আঁচল, সংগীতশিল্পী পড়শী প্রমুখ।


মন্তব্য করুন