Select Page

যেখানে দেখবেন ‘গলুই’

যেখানে দেখবেন ‘গলুই’

শাকিব খান অভিনীত ও এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’ মুক্তি পাচ্ছে ২৮টি প্রেক্ষাগৃহ। প্রযোজনা সংস্থা থেকে ইতিমধ্যে হল তালিকা প্রকাশ হয়েছে। ছবিতে শাকিবের বিপরীতে আছেন পূজা চেরি।

‘গলুই’ রাজধানীতে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ার আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে।

এ ছাড়া দেখা যাবে সেনা অডিটোরিয়াম (সাভার), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), স্বর্ণমহল, সাথী (নারায়ণগঞ্জ), সোহাগ (নরসিংদী), রংধনু (নওগাঁ), চিত্রালী (খুলনা), আশা, শিল্পকলা অডিটোরিয়াম, ফরিদুল হক অডিটোরিয়াম, নুরুন্নাহার অডিটোরিয়াম (জামালপুর), রুমা (ময়মনসিংহ), আনন্দ, কথাচিত্র (কিশোরগঞ্জ), মল্লিকা (সিরাজগঞ্জ), নাজমা (জয়পুরহাট) এবং আলোছায়া (শরীয়তপুর) সিনেমা হলে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares