Select Page

রাফীর পরিচালনায় শুভ, প্রযোজনায় শাপলা মিডিয়া?

রাফীর পরিচালনায় শুভ, প্রযোজনায় শাপলা মিডিয়া?

শাপলা মিডিয়ার ক্যাম্পে নতুন দুই অতিথি আরিফিন শুভ ও রায়হান রাফী। এমন ইঙ্গিত দিয়ে খবর প্রকাশ করেছেন সারাবাংলার প্রতিবেদক আহমেদ জামান শিমুল।

মঙ্গলবার শুভর এক ভিডিও বার্তার সূত্র ধরে অনুসন্ধানে এমন কিছুর গন্ধ পান প্রতিবেদক।

ভিডিও বার্তায় শুভ জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার নতুন কাজের ফার্স্টলুক প্রকাশিত হবে। তিনি আশা প্রকাশ করেন কাজটি সবার পছন্দ হবে এবং আগামী বছরের ভালো একটি সময় দেখে কাজটি প্রকাশিত হবে।

শিমুল লেখেন, কাজটি সিনেমা নাকি বিজ্ঞাপন এ ব্যাপারে পরিষ্কার ভাষায় কিছুই বলেননি শুভ। তবে তার বলার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যায় তিনি নতুন কোন ছবির খবর দিবেন।

নতুন ঘোষণা সম্পর্কে শুভকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। তবে চলচ্চিত্রপাড়ায় কানাঘুষায় শোনা যাচ্ছে তিনি রায়হান রাফী পরিচালিত একটি ছবির ফার্স্টলুক প্রকাশ করবেন। যে ছবির নাম ‘নূর’। অ্যাকশনধর্মী ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। রোজার ঈদের পর ছবির শুটিং শুরু হবে।

এ ব্যাপারে রায়হান রাফীর মন্তব্য নিতে ফোন করা হলে ধরেননি। তবে আরিফিন শুভ ‘নূর’ নাকি অন্য ছবির ঘোষণা দিবেন তা জানতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত।

 


মন্তব্য করুন