Select Page

শাকিবের শ্রদ্ধা স্থগিত

শাকিবের শ্রদ্ধা স্থগিত

image_275231.sakib-1427535814

চাষী নজরুল ইসলামের স্মরণে এক আয়োজনের ঘোষণা ‍দিয়েছিলেন শাকিব খান। জানানো হয়েছিল ৯ নভেম্বর এফডিসিতে দিনব্যাপী অনুষ্ঠান হবে। কিন্তু অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। অচিরেই এই আয়োজন সম্পন্ন হবে বলে জানান তিনি।

শাকিব খান বাংলানিউজকে বলেন, ‘আসলে খুব অল্প সময়ের মধ্যে এত বড় অনুষ্ঠান সফল করা সম্ভব নয়। তাই সবার কাছে একটু সময় চাইছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বড় আকারেই অনুষ্ঠানটি হবে। এই আয়োজন বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই।’

প্রয়াত চাষী নজরুল ইসলামের দুটি ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান। চাষীর রঙিন ‘দেবদাস’-এ বুলবুল আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন শাকিব। আরো দেখা গেছে ‘সুভা’ ছবিতে।

চাষীর জানাজায় অংশ না নিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন শাকিব। সবাই আশা করেছিলেন এ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করবেন কিং খান। কিন্তু তা আপাতত হচ্ছে না।

 


মন্তব্য করুন