Select Page

সুড়ঙ্গ: আড়াই কোটি টাকার টিকিট থেকে প্রযোজকের কত?

সুড়ঙ্গ: আড়াই কোটি টাকার টিকিট থেকে প্রযোজকের কত?

স্টার সিনেপ্লেক্সে মুক্তির দ্বিতীয় দিনের মাথায় বাড়াতে হয় রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার শো। আর তৃতীয় দিন থেকে সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো পায়। সঙ্গে আরো একটি রেকর্ডও করেছে। এতদিন মুখে মুখে ‘হিট’, ‘সুপারহিট’ শোনা গেলেও সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো কোনো প্রযোজক অফিসিয়ালি সিনেমার আয় প্রকাশ করলেন।

শুধু সাতদিনে স্টার সিনেপ্লেক্সে সাত শাখা সিনেমাটি আয় করেছে আড়াই কোটি টাকার টিকিট।

পরিচালক রায়হান রাফী বলেন, “মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে ‘সুড়ঙ্গ’ আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’, ‘দেবী’র রেকর্ড ভেঙেছিল আমার ‘পরাণ’ সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল ‘সুড়ঙ্গ’। এর আগে বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।”

এদিকে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের জানামতে স্টার সিনেপ্লেক্সে এটি একটি রেকর্ড। তাই আনন্দের খবরটি আমরা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যই প্রকাশ করেছি। আস্তে আস্তে অন্যান্য হলের সেল রিপোর্টও প্রকাশ করবো। আর সিনেমা তো ব্লকবাস্টার।’

আগামী ১৪ জুলাই থেকে ছবিটির হল সংখ্যাও বাড়বে বলে জানালেন শাকিল। তিনি বলেন, ‘অনেক হল মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা ছবিটি চালাতে চাইছেন। কিন্তু আমরা হিসেব করে হল সংখ্যা বাড়াবো। কারণ ছবিটি অনেক যত্ন করে বানানো। তাছাড়া ১০০ হলে চাইলেই মুক্তি দেওয়া যায়। কিন্তু পরের সপ্তাহে তা নেমে আসলো ২০ এ। তা তো কাজের না। এমন হলে দিলাম যেখান থেকে ৫০ হাজার টাকাও আসলো না, লাভ তো নেই। হল সংখ্যার চেয়ে কত লোক দেখলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

এ দিকে ছবির নির্মাতারা খোলাসা না করলেও স্টার সিনেপ্লেক্সের টিকিট বিক্রি থেকে প্রযোজক কত হিস্যা পাবেন তা নিয়ে গুঞ্জন চলছে। কোনো কোনো সূত্র বলছে, তাদের অ্যাকাউন্টে যেতে পারে ৫২ লাখ টাকার মতো।

বলা হচ্ছে, সিনেপ্লেক্সের ৩৫০ টাকার একটি টিকেটে প্রবেশ মূল্য ১৪৪.৪৩ টাকা। এ টাকারই অর্ধেক পাওয়ার কথা প্রযোজকের। অর্থাৎ গ্রস সেলের ২০.৬৩ শতাংশ প্রযোজক পাবেন। সে হিসেবে মাত্র এক সপ্তাহে সিনেপ্লেক্স থেকেই ‘সুড়ঙ্গের’ নেট আয় ৫১ লাখ ৫৮ হাজার টাকারও বেশি। এ হিসেব সিনেপ্লেক্সের সাত শাখার। বাকি ২০টি হলের হিসাব দেননি প্রযোজক।

মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনের ব্যবধানের কথা আগেও উঠেছে। বিশেষ করে শেয়ার মানি ও আয়ের স্বচ্ছতা নিয়ে অনেক দিন ধরে অভিযোগ রয়েছে। এর আগে অমিতাভ রেজা চৌধুরী ও সানী সানোয়ার অভিযোগ করেছিলেন প্রভাবশালী সিন্ডিকেট ছাড়া সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা তোলা কঠিন।

আফরান নিশোর অভিষেক এই সিনেমায় নায়িকা তমা মির্জা। আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার, মনির আহমেদ, অশোক ব্যাপারী প্রমুখ। একটি আইটেম গানে দেখা গেছে নুসরাত ফারিয়াকে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

এদিকে আগামীকাল অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। চলতি মাসেই ভারতে মুক্তি পেতে পারে। এরপর একে একে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্যান্য বাজারে প্রবেশ করবে।

সূত্র: প্রথম আলো, সারা বাংলা ও আহমেদ জামান শিমুল


মন্তব্য করুন