Select Page

‘সুড়ঙ্গ’ শুরুর আগে ‘কালপুরুষ’-এর খবর

‘সুড়ঙ্গ’ শুরুর আগে ‘কালপুরুষ’-এর খবর

প্রথম সিনেমার শুটিং শুরুর আগে আরও একটির ঘোষণা দিলেন টিভি ও ওটিটির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। খবর যুগান্তর।

গত বছরই সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। নায়িকা তমা মির্জা। এ সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। তবে তার আগেই নতুন আরও একটি সিনেমায় অভিনয়ের কথা জানিয়েছেন এ অভিনেতা।

‘কালপুরুষ’ নামের ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। এ পরিচালক বর্তমানে কলকাতার জিতকে নিয়ে ‘মানুষ’ নামে একটি সিনেমার কাজে ব্যস্ত আছেন। সেটার কাজ শেষ করেই ‘কালপুরুষ’র কাজ ধরবেন তিনি।

সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই জানাতে অপারগ নিশো। তবে তিনি জানান, এখন থেকে নাটকের চেয়ে সিনেমাকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। সেজন্য নিজেকে প্রস্তুত করছেন। গত ছয় মাসে নিজের ওজন কমিয়েছেন ১৩ কেজি। পুরোদস্তুর ফিট হয়ে তবেই সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে চান এ অভিনেতা।

এর আগে পরীমনি ও সিয়াম আহমেদকে নিয়ে ‘বায়োপিক’ নামের সিনেমার ঘোষণা দিয়েও শুটিং ফ্লোরে যেতে পারেননি সঞ্জয় সমদ্দার।


মন্তব্য করুন