Select Page

অশ্লীল প্রস্তাবে ক্ষিপ্ত মুনমুন

অশ্লীল প্রস্তাবে ক্ষিপ্ত মুনমুন

munmun

সিনেমায় সবই করতে রাজি মুনমুন। তার ক্যারিয়ারের গ্রাফ দেখলে বোঝা যায়। অশ্লীল নায়িকার তকমা নিয়েও দিব্যি আছেন। তাই বলে, বাস্তব জীবনে অশ্লীল প্রস্তাব! ভাবাই যায় না। উল্টো ক্ষেপে গেলেন ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী কেন ডাকাত’ সিনেমার এ নায়িকা।

মুনমুনের বরাত দিয়ে রাইজিং বিডি জানায়, সম্প্রতি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মুনমুনকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন এক প্রযোজক। এতে ক্ষিপ্ত হয়ে সিনেমাটির কাজ ছেড়ে দিয়েছেন তিনি।

তিনি বলেন, “সম্প্রতি একটি সিনেমায় কাজ করার জন্য এক প্রযোজক আমাকে প্রস্তাব দিয়েছেন। তিনি এর আগেও সিনেমা নির্মাণ করেছেন। ভালো হবে ভেবে কাজটি করতে রাজি হই। এর পরে প্রযোজক আমাকে বলেন, ‘ফিল্মের ব্যাপার বোঝেনই তো, একটু পার্সোনালি বসতে চাচ্ছি। এখনতো দেয়া-নেয়া ছাড়া সিনেমা হয়না।’ এ কথা শুনেই তাকে আমি বলে দিয়েছি, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। আপনার সিনেমাতে আমি কাজ করব না।”

তবে ওই প্রযোজকের নাম জানাননি মুনমুন। তিনি বলেন, ‘চলচ্চিত্রের শুরু থেকেই দেয়া-নেয়ার কাজ করিনি। নিজের যোগ্যতায় কাজ করেছি।’

মুনমুনের চলচ্চিত্র অভিষেক হয় ১৯৯৬ সালে। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগিন’। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮১, যার বেশির ভাগই ছিল সুপারহিট। তাকে সর্বশেষ দেখা যায় ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুমারী মা’ সিনেমাতে। মুনমুন বর্তমানে ‘কাসার থালায় রুপালি চাঁদ’, ‘দুই রাজকন্যা’, ‘মেঘ কন্যা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ করছেন।


মন্তব্য করুন