Select Page

নতুন সিনেমায় ডায়মন্ড

নতুন সিনেমায় ডায়মন্ড

Dia_bg_159990358

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বেশ সময় নিয়ে নির্মাণ করেছিলেন ‘নাচোলের রানী’, ‘গঙ্গাযাত্রা’ ও ‘অন্তর্ধান’। নিয়মিত বিরতির পর আবার ফিরছেন পরিচালনায়। এবারকার সিনেমার নাম ‘বাষ্পস্নান’।

সব ঠিক থাকলে নতুন বছরের মার্চের প্রথম সপ্তাহে দৃশ্যধারণে শুরু হবে ‘বাষ্পস্নান’র। শুটিং হবে দেশের আটটি জেলায়। প্রথম লটের শুটিং হবে রাজশাহীতে।

ইতোমধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে কলকাতার অভিনেতা সমদর্শী দত্তকে। এ ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে।


মন্তব্য করুন