Select Page

‘আলফা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েনি?

‘আলফা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েনি?

সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ বিজয়ীদের নাম ঘোষণা করে তথ্য মন্ত্রণালয়। সেই তালিকায় গত বছরের প্রশংসিত দুই ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘আলফা’ না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। এক ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ‘আলফা’ পুরস্কৃত না হওয়ায় ক্ষোভ জানান অভিনেত্রী জয়া আহসানও।

এটা জানা ছিল যে, আব্দুল্লাহ মুহাম্মদ সাদ তার ‘লাইভ ফ্রম ঢাকা’ পুরস্কারের জন্য জমাই দেননি। অনেকেই মনে করেছেন নাসির উদ্দীন ইউসুফও হয়তো তাঁর ‘আলফা’ জমা দেননি। তারই অনুসন্ধানে নামে কালের কণ্ঠ

বলা হচ্ছিল, পরিচালকের আগের ছবি ‘গেরিলা’ (২০১১) যেখানে ১০টি শাখায় পুরস্কার পেয়েছিল, ‘আলফা’র মতো প্রশংসিত ছবি কি একটি শাখায়ও পুরস্কার পেতে পারত না?

এ বিষয়ে গণমাধ্যমটিকে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমি যতটুকু জানি, প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ছবিটি জমা দিয়েছিল। এবারের জাতীয় পুরস্কার ঘোষণার কথা আজ (গতকাল) পত্রিকা পড়ে জানতে পারলাম। সেরা অভিনেতার পুরস্কার পাওয়া তারিক আনাম খানকে শুভেচ্ছাও জানালাম। অন্য যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন।’

‘আলফা’ কোনো ক্যাটাগরিতেই পুরস্কার পায়নি— এ প্রশ্নে বলেন, ‘আমার ছবিটি প্রথাগত নির্মাণের চলচ্চিত্র নয়। এটাকে বলা যেতে পারে ভিজ্যুয়াল কাব্য। জুরি বোর্ডে যারা ছিলেন তাঁরা হয়তো ড্রামাকে বেশি গুরুত্ব দিয়েছেন। হয়তো আমার ভিজ্যুয়াল কাব্য তারা বুঝতে পারেননি। তবে এ নিয়ে আমার কোনো ক্ষোভ নেই।’

সঙ্গে জানান, ‘আলফা’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করা দোয়েল ও আলমগীর কবীর দারুণ অভিনয় করেছেন। তাদের পুরস্কার পাওয়াটা উচিত ছিল।


মন্তব্য করুন