Select Page

উত্তর আমেরিকায় ‘হাওয়া’র পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় ‘প্রিয়তমা’র

উত্তর আমেরিকায় ‘হাওয়া’র পর প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় ‘প্রিয়তমা’র

দেশীয় আয় নিয়ে তর্ক-বিতর্ক হলেও আন্তর্জাতিক বাজার বক্স অফিস নির্ভর হওয়ায় এখন সে দিকে চোখ দেখার দর্শকের। হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে গ্রস হিসেবে আয় করেছে ৮৪ হাজার ডলার বা বাংলাদেশী মুদ্রায় ৯২ লাখ টাকা।

এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো।

তবে বাংলাদেশী সিনেমা হিসেবে প্রথম সপ্তাহে আয়ের হিসাবে এখনো প্রথম স্থানে রয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। ‘প্রিয়তমা’র দ্বিগুণ হল পাওয়া সিনেমাটি গত বছর আয় করে প্রায় তিনগুণ অর্থাৎ, দুই লাখ ৭১ হাজার ৫৮৮ ডলার।

গত ৭ জুলাই উত্তর আমেরিকায় মুক্তি পায় ‘প্রিয়তমা’। পরিবেশক প্রতিষ্ঠানের পক্ষে বলা হয়, প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়েও ‘প্রিয়তমা’ যখন প্রথম ৩ দিনে ৪৪ হাজার ডলার গ্রস করল, খুবই অবাক হয়েছিলাম। তবে এরপরের ৪ দিনে যা হল, সেটা অবিশ্বাস্য।

কারণ হিসেবে বলা হচ্ছে, উইকেন্ড হবার কারণে আমেরিকা-কানাডায় একটি সিনেমার পুরো সপ্তাহের ব্যবসাটা হয় মূলত শুক্রবার রাত, শনিবার আর রবিবার। তাই এ ৩ দিনের আয় দেখে সিনেমা চেইনগুলো প্রতি সোমবার সিদ্ধান্ত নেয় সিনেমাটা পরের সপ্তাহে যাবার যোগ্যতা রাখে কিনা! সপ্তাহের বাকি দিনগুলো উইকডে হবার কারণে ধরেই নেয়া হয় এ সময়ে এত বেশি মানুষ সিনেমা দেখতে হলমুখি হবেনা। তাই এ সময়কার আয় দেখে সিদ্ধান্ত নিলে সেটা সঠিক না হবার সম্ভাবনাই বেশি। বরং, উইকডের সেলকে বুস্ট করার জন্য প্রতি মঙ্গলবার এখানে একটি বিশেষ প্রোগ্রাম চালু আছে। ঐদিন সব সিনেমার টিকেটের দাম সব থিয়েটারে প্রায় অর্ধেক (৬০ শতাংশ) থাকে।

আরো বলা হয়, উইকডের ৪ দিনে উইকেন্ডের প্রথম ৩ দিনের প্রায় সমান সেল পাওয়া সত্যিই চমকে যাবার মত ঘটনা, সে সাথে আমাদের সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণও। শুধু মঙ্গলবার এফেক্ট দিয়ে এটা এচিভ করা ইম্পসিবল। এবং, এটা হয়ওনি। মঙ্গলবারে অনেক লোক সিনেমাটি দেখেছেন সত্যি, কিন্ত অন্য ৩ দিনেও দর্শক উপস্থিতি উইকডে হিসেবে বেশ আশা জাগানিয়া ছিল।

প্রথম সপ্তাহ শেষে ‘প্রিয়তমা’র আয় ৮৪ হাজার ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। এ আয়ের পেছনে সবচেয়ে বেশি অবদান নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। এখানে আয় করে ৩৫ হাজার ৫১৪ ডলার। প্রথম সপ্তাহে ‘হাওয়া’র আয় ছিল ৩৭ হাজার ডলার। কানাডার টরন্টোর সিনেপ্লেক্স এগলিন্টনে আয় করেছে ১১ হাজার ৪২৩ ডলার। ধারণা হচ্ছে, আরেকটু সুযোগ পেলে এক লাখ ডলার অতিক্রম করবে।

প্রথম সপ্তাহে ৪২টি পর্দায় চলেছে ‘প্রিয়তমা’। অন্যদিকে ‘হাওয়া’ পায় ৮৫টি হল। পাঁচ সপ্তাহের লাইফটাইমে ‘হাওয়া’র আয় ছিল তিন লাখ ৫৮ হাজার ৫২ ডলার। ‘হাওয়া’র পরই লাইফ টাইমে এখনো এগিয়ে আছে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী”, এ ছবির আয় এক লাখ ২৫ হাজার ডলার।

এদিক প্রথম দুই সপ্তাহে সব মিলিয়ে ১৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছেন পরিচালক হিমেল আশরাফ। স্বভাবতই এ দাবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।


মন্তব্য করুন