Select Page

বিদ্রোহী ‘রেহানা মরিয়ম নূর’, দেখুন ট্রেলার

বিদ্রোহী ‘রেহানা মরিয়ম নূর’, দেখুন ট্রেলার

এতদিন কয়েকটি স্থিরচিত্র ও সিনোপসিসের মাধ্যমে বোঝা গিয়েছিল বিদ্রোহী এক নারীর গল্প ‘রেহানা মরিয়ম নূর’। তবে তার প্রতিবাদ নরম সূরের মনে হলেও ট্রেলারে দেখা গেল উল্টো চিত্র। একরোখা ও বেপরোয়া এক নারীকে নিয়ে এ সিনেমা।

শুক্রবার কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরের প্রতিযোগিতা বিভাগের অন্যতম ছবি হিসেবে প্রকাশ হলো ‘রেহানা মরিয়ম নূর’ এর ট্রেলার। যার দৈঘ্য ১ মিনিট ৩৯ সেকেন্ড।

উৎসবে বুধবার প্রদর্শিত হবে বাংলাদেশ থেকে প্রথমবার অফিশিয়াল সিলেকশন পাওয়া এ ছবি। এর আগের দিন আসরের ৭৪তম কিস্তির পর্দা উঠবে।

ট্রেলারের প্রায় পুরোটা জুড়েই মরিয়ম নামের সেই প্রতিবাদী নারীর অবয়ব। কলেজে একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হওয়ার পর পাল্টে যেতে থাকে শিক্ষক মরিয়মের মনোজগৎ। এরপর থেকে হেনস্তার শিকার সেই ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হন এবং ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন। ক্রমশ একরোখা হয়ে ওঠতে দেখা যায় মরিয়মকে। অনড় মরিয়ম তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রীকে ন্যায় বিচার এনে দিতে পারবেন তো? সমান্তরালে ওঠে আসে স্কুলে হেনস্থার শিকার হওয়া মেয়েকে নিয়ে লড়াই।

জানা গেছে, প্রথম শোয়ের পর সাল পরদিন আবারও প্রদর্শিত হবে ‘রেহানা মরিয়ম নূর’।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।


মন্তব্য করুন