Select Page

দেশে ৩৪, উত্তর আমেরিকায় ১৫০ হলে ‘অন্তর্জাল’

দেশে ৩৪, উত্তর আমেরিকায় ১৫০ হলে ‘অন্তর্জাল’

বাংলাদেশসহ একযোগে কানাডা ও আমেরিকার মোট ১৮৪ প্রেক্ষাগৃহে পাচ্ছে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। এরমধ্যে কানাডা ও আমেরিকায় ১৫০ প্রেক্ষাগৃহ বাংলাদেশি সিনেমা হিসেবে একটি রেকর্ড। আর শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ছবিটি।

উত্তর আমেরিকার এই দুই দেশে ‘অন্তর্জাল’ মুক্তি দিতে যাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিম জানায়, কানাডা ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার অন্তর্জাল। আর তা মুক্তি পাচ্ছে রেকর্ড সংখ্যক ১৫০টি থিয়েটারে!

দেশে কতো হলে মুক্তি পাচ্ছে, নির্মাতাকে এমন প্রশ্নই শুনতে হচ্ছে ক’দিন ধরে। বৃহস্পতিবার দুপুর ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপন শেয়ার করেছেন দেশে ‘অন্তর্জাল’ এর প্রেক্ষাগৃহের তালিকা। যেখানে দেখা যায় দেশের সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের সব শাখার পাশাপাশি যমুনা ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন ও লায়নসেও দেখা যাবে সিনেমাটি। এছাড়াও দেশের প্রায় কুড়িটির বেশী সিঙ্গেল স্ক্রিনেও শুক্রবার থেকে চলবে ‘অন্তর্জাল’।

সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।


মন্তব্য করুন