Select Page

যুক্তরাষ্ট্রের ৫২টি থিয়েটারে ‘রিকশা গার্ল’

যুক্তরাষ্ট্রের ৫২টি থিয়েটারে ‘রিকশা গার্ল’

ইংরেজি ভাষায় নির্মিত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ একাধিক আন্তর্জাতিক উৎসব মাতিয়ে এবার বাণিজ্যিকভাবে প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (৫ মে) ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় হয়ে গেল জমকালো প্রিমিয়ার।

উদ্বোধনী প্রদর্শনীতে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রিমিয়ারের পরদিন ৬ মে থেকে ১২ মে পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘রিকশা গার্ল’ চলছে। এরপর আমেরিকার ১৯টি স্টেটের ৫২টি শহরেও প্রদর্শিত হবে এই সিনেমা। ইতিমধ্যে প্রকাশ হয়েছে সেই তালিকা।

‘রিকশা গার্ল’ একই সঙ্গে জীবন যুদ্ধের গল্প, জীবনে জয়ী হওয়ার প্রেরণা। এক তরুণীর সংগ্রাম, কষ্ট আর মাথা উঁচু করার কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের প্রিমিয়ার শো হয়ে গেলো নিউইয়র্কে। এসেছে সমাজের নানা অসঙ্গতির কথাও।

চলচ্চিত্রটির নাম ভূমিকার অভিনেত্রী নভেরা চৌধুরী ছিলেন প্রিমিয়ারের মধ্যমণি। ছিলেন পরিচালক অমিতাভ রেজা ও মূল উপন্যাসের লেখিকা মিতালী পারকিন্সসহ অনেকে।

এ ছবিতে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র ও অন্যান্যরা। চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

বেশ আগেই দেশের দর্শকেরা ‘রিকশা গার্ল’-এর ট্রেলার দেখলেও ছবিটি তারা কবে দেখতে পারেন তা জানা যায়নি।


মন্তব্য করুন