Select Page

একই দিনে ভিন্ন প্লাটফর্মে তিন ছবি বিদেশে

একই দিনে ভিন্ন প্লাটফর্মে তিন ছবি বিদেশে

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ গত বছর দেশের মতো বিদেশেও রেকর্ড ব্যবসা করেছে। সেই রেশ এখনো বিদ্যমান। দেশীয় ওটিটিতে মুক্তির পর এবার যোগ হচ্ছে বিদেশি প্লাটফর্ম। আর একইদিন দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে এই ঈদুল আজহায় মুক্তি পাওয়া আনকোরা দুই ছবি। আর তারিখটি হলো ৭ জুলাই।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ও রায়হান রাফী ‘সুড়ঙ্গ’ নিয়ে এখন দেশে ভক্তদের মাঝে যুদ্ধ যুদ্ধ অবস্থা। পরপর পাচ্ছে হাউজফুল শো। সেই দুই ছবি একই দিনে ভিন্ন ভিন্ন মহাদেশে মুক্তি পাচ্ছে।

আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানে ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। ঈদের দ্বিতীয় দিনই (৩০ জুন) ঘোষণাটি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সজীব সপ্তক।

জানা যায়, এই ঈদে মূলত দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ মুক্তির পরিকল্পনা ছিল স্বপ্ন স্কেয়ারক্রোর। তবে ছবিটি পিছিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। সেই স্লটটি মিলে গেল ‘প্রিয়তমা’র। সজীব সপ্তক বলেছেন, “উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে। ৪ জুলাই হলের পূর্ণাঙ্গ তালিকা ও সময় জানানো হবে।”

এর আগে উত্তর আমেরিকায় শাকিব অভিনীত ‘গলুই’ মুক্তি পেলেও ততটা সাড়া পায়নি।

একই তারিখে অস্ট্রেলিয়ার বাঙালিরা দেখবেন আফরান নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’। ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পাবে। ইতোমধ্যে প্রথম সপ্তাহের ২৫ শোর ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা রায়হান রাফী। পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস।

আগেই বলা হয়েছিল ‘হাওয়া’র কথা। ৭ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ। ‘হাওয়া’র মুখ্য চরিত্র চান মাঝি তথা চঞ্চল চৌধুরীর লুক শেয়ার করে সনি লিভের পেজে লেখা হয়েছে, “বোটের সারেং চান মাঝি। শক্ত হাতে যেমন ধরে হাল, তেমনি হাতের মুঠোয় রাখে তার খালাসীদের। তারা কি কেউ জানে, চানের অন্ধকার অতীত বর্তমানে কেন ঝড় হয়ে আসছে? ‘হাওয়া’ আসছে আগামী ৭ জুলাই।”


মন্তব্য করুন