Select Page

পোশাক নিয়ে পূর্ণিমার আপত্তি, সেই কথা মনে রাখলেন ফেরদৌস

পোশাক নিয়ে পূর্ণিমার আপত্তি, সেই কথা মনে রাখলেন ফেরদৌস

পূর্ণিমা তার ক্যারিয়ারের একদম শুরুর দিকে নায়ক হিসেবে পেয়েছিলেন ফেরদৌসকে। ‘মধু পূর্ণিমা’ নামের সিনেমাটি ততটা না চললেও জুটি হিসেবে পরে তারা আরো কয়েকটি ছবি করেছেন। আর এখন উপস্থাপনায় তারা দারুণ হিট।

সম্প্রতি দেশ রূপান্তরের সঙ্গে দীর্ঘ আড্ডার একপর্যায়ে সেই সিনেমার একটি ঘটনা শেয়ার করলেন ফেরদৌস। প্রসঙ্গটি ছিল একজন অভিনেতাকে কোথায় ‘না’ বলতে হবে।

ফেরদৌস বলেন, আসলে কোথাও গিয়ে ‘না’ বলাটা জরুরি। ক্যারিয়ারের শুরুর দিকেই দেখেছি শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমারা না বলেছে। পূর্ণিমার সঙ্গে একেবারেই শুরুর দিকে ‘মধু পূর্ণিমা’ ছবিটি করেছিলাম। একটি গানের দৃশ্যে তাকে একটি পোশাক পরতে দেওয়া হলো, ও বলল, এটা আমি পরব না! তখন থেকেই সে না বলতে শিখে গেছে। ভাবেনি যে ‘না’ বললে শোবিজে আমার নামে বদনাম ছড়ানো হবে। তখন আমিও বুঝিনি কেন ও ‘না’ করছে। পরে দেখলাম, ওই পোশাক পরলে বাতাসে উড়ে গিয়ে বাজে সিচুয়েশন তৈরি হতে পারত।

এ সময় নায়িকাদের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে ফেরদৌস বলেন, ঋতু(পর্ণা) যেহেতু বিদেশি তার কথাই আগে বলি। ও খুব ভালো মানুষ। বন্ধু হিসেবে অসাধারণ। শাবনূর আনপ্যারালাল। সে বর্ন অ্যাকট্রেস, তার ধারেকাছেও কেউ নেই। মৌসুমীর মতো সুন্দরী নায়িকা আমি দেখিনি। পপি একটি ভালো চরিত্র পেলে জান দিয়ে সেটি ভালো করার চেষ্টা করে। আর পূর্ণিমা আমার খুব ভালো বন্ধু, তা ছাপিয়ে এখন আমরা পরিবারের মানুষ। সেও প্রচন্ড মেধাবী একজন শিল্পী।

উল্লেখ যে পূর্ণিমা যখন অভিনয় শুরু করেছেন, তার কিছুদিন পর থেকে মোটামুটি ‘অশ্লীলতা’ জেঁকে বসে চলচ্চিত্রে। এ কারণে পরবর্তীতে হাতে কাজ থাকায় টিভি নাটকে নিয়মিত হন বলেও জানান তিনি।


মন্তব্য করুন