Select Page

বঙ্গ বব-এ প্রথমবারের মতো দুই নারী লেখক

বঙ্গ বব-এ প্রথমবারের মতো দুই নারী লেখক

বাংলা সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা হিসেবে দুই বছর আগে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ শুরু করেছিল বিশেষ প্রজেক্ট বঙ্গ বব (বেজড অন বুকস)।

এ আয়োজনের কিছু কনটেন্ট দারুণ পছন্দ করেছিল দর্শক।  অল্প-বিস্তর সমালোচনাও ছিল। কারণ দুই সিজনে ছিল না কোনো লেখক বা পরিচালক।  তৃতীয় সিজনে এসে সেই খরা কিছুটা কাটছে।

এবার সাত লেখকের আটটি গল্প নিয়ে তৈরি হবে বঙ্গ বব—সিজন ৩-এ আটটি টেলিছবি। এবারের সাত লেখকের মধ্যে রয়েছেন আনিসুল হক, আফসানা বেগম, সাইফুল আযম চৌধুরী, মাহবুব আজীজ, শাহনাজ মুন্নী, রবিন জামান খান ও ফজলে খোদা রাব্বি।

গল্পগুলো হলো আনিসুল হকের ‘মানবজন্ম’, আফসানা বেগমের গল্পগ্রন্থ ‘মুখোশের আড়ালে’ থেকে ‘নিভৃত নিনাধ’, সাইফুল আযম চৌধুরীর ‘গল্পের বই’-এর ‘আশ্বিনের আকাশ’, মাহবুব আজীজের ‘নির্বাচিত গল্প’ বই থেকে ‘চাঁদজ্বলা রাতে’, শাহনাজ মুন্নীর ‘নির্বাচিত গল্প’ থেকে দুটি গল্প ‘পুকুর’ ও ‘মন ও মন’, রবিন জামান খানের ‘থ্রিলার সমগ্র’ থেকে ‘কিং অব স্পেইড’ ও ‘কুইন অব হার্টস’ অবলম্বনে একটি গল্প, ফজলে খোদা রায়হানের ‘ঝাপসা শহরের গল্প’ থেকে ‘গর্ভ’।

এর মধ্যে শুধু ‘গর্ভ’ টেলিছবির শুটিং সম্পন্ন করেছেন পরিচালক আশিকুর রহমান। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। বাকি গল্পগুলো থেকে টেলিছবি নির্মাণে থাকবেন সুমন আনোয়ার, অনম বিশ্বাস, আশিকুর রহমান, তানভীর আহসান, মাহমুদুল হাসান আদনান প্রমুখ।

বঙ্গর প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘বাংলা সাহিত্যে ভালো গল্প-উপন্যাসের অভাব নেই। আমাদের তরুণ লেখকরাও যথেষ্ট ভালো লিখছেন। সেই ভালো গল্প বা উপন্যাস দর্শকদের মধ্যে পৌঁছে দিতেই আমরা শুরু করেছিলাম বঙ্গ বব। সেখানে আমরা দর্শক ও সমালোচকদের অনেক ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই জনপ্রিয় লেখকদের নতুন আটটি গল্প নিয়ে এবারের সিজন।’

বঙ্গ জানিয়েছে, এবারের টেলিছবিগুলোতেও অভিনয় করবেন দেশের ছোট পর্দা, বড় পর্দার খ্যাতিমান তারকা অভিনয়শিল্পীরা।

গত দুই বছর রোজার ঈদে প্রচারিত হয়েছে বঙ্গ বব। রোজার ঈদের বদলে কোরবানির ঈদে প্রচারিত হবে ‘বঙ্গ বব—সিজন ৩’-এর গল্পগুলো।

বঙ্গ-এর স্ট্রিমিং প্ল্যাটফরম ছাড়াও ‘বঙ্গ বব সিজন ৩’ দর্শক দেখতে পাবে দেশের একাধিক টিভি চ্যানেলে, ঈদের দিন থেকে পরবর্তী আট দিন।


মন্তব্য করুন