Select Page

ভাষা আন্দোলন নিয়ে তৌকীরের পরের সিনেমা

ভাষা আন্দোলন নিয়ে তৌকীরের পরের সিনেমা

তৌকীর আহমেদের পরের সিনেমার নাম ‘ফাগুন হাওয়া’। সিনেমাটি নির্মিত হবে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে।

এদিকে ১ ডিসেম্বর মুক্তি পাবে তৌকীরের সর্বশেষ সিনেমা ‘হালদা’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। হালদা নদী ও নদী সংলগ্ন মানুষকে নিয়ে গড়ে উঠেছে সিনেমাটি গল্প।

‘হালদা’ মুক্তির পরপরই নতুন সিনেমার প্রস্তুতি নেবেন তৌকীর আহমেদ। জানা যায়নি কারা থাকছেন এতে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৮ সালে।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গুরুত্বপূর্ণ একটি ঘটনা ভাষা আন্দোলন। যা ব্রিটিশ ভারত বিভাগের পরপরই পূর্ব বাংলাকে অস্থিতিশীল করে তোলে। বাঙালি তার অধিকার বুঝে পেতে ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের দিকে যায়। অথচ সেই বিষয়কে মূল কেন্দ্রবিন্দুতে রেখে নির্মিত হয়নি সিনেমা।

তৌকীর আহমেদ সে অচলায়তন ভাঙছেন ‘ফাগুন হাওয়া’ নির্মাণের মাধ্যমে। তার জন্য শুভ কামনা।


মন্তব্য করুন