Select Page

অক্টোবরে আসতে পারে ‘মুজিব: একটি জাতির রূপকার’

অক্টোবরে আসতে পারে ‘মুজিব: একটি জাতির রূপকার’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। কানাডার স্থানীয় সময় গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বেললাইট বক্স সিনেমা সেভেনে দেখানো হয় ছবিটি।

উদ্বোধনী এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিনেমার চিত্রনাট্যকার অতুল তিওয়ারি, অভিনেতা আরিফিন শুভ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সফলভাবে উদ্বোধনী শো সম্পন্ন হওয়ার খবর জানিয়ে বাংলাদেশের হাইকমিশনের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়, ‘পরিপূর্ণ হলে অনেক রেজিস্টার্ড ডেলিগেটও জায়গা না পেয়ে ফেরত গেছেন। প্রিমিয়ারের পর আলোচনা অনুষ্ঠানে সবাই ছবিটির খুবই প্রশংসা করেছেন। ছবির অনেক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা যায়নি।’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত বায়োপিকটি মুক্তি পেতে পারে অক্টোবরে। এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

টরন্টো উৎসবে প্রদর্শনীর আগে তথ্যমন্ত্রী সিনেমার প্রেক্ষাপট তুলে ধরেন। মন্ত্রী বলেন, ‘বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর যে অদম্য সংগ্রাম, জাতির জন্য যে ত্যাগ, এই সিনেমার মাধ্যমে সেগুলো উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, এই সিনেমার মাধ্যমে তা নতুন প্রজন্ম জানবে, বিশ্ববাসী জানবে।’

হাছান মাহমুদ বলেন, ‘আজ নতুন প্রজন্ম জানে না কীভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু কীভাবে ঘুমন্ত বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করে প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। নতুন প্রজন্ম এসব কিছু সেভাবে জানে না।’

মন্ত্রী বলেন, ‘এমনকি ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছিল, সেটি যারা করেছে তারা জানে; আর দুয়েকজন যারা কোনো না কোনোভাবে রক্ষা পেয়েছিল, তারা সাক্ষী হয়ে আছে। অন্যরা কেউ জানে না। সেই মর্মান্তিক ঘটনাও এই সিনেমায় চিত্রায়িত করা হয়েছে, যদিও সেটি দেখা অত্যন্ত কষ্টকর। খুনিরা যে কী রকম নির্মম পাষাণ ছিল, সিনেমাতে সেটি প্রদর্শন করা হয়েছে।’

সিনেমাটির মুক্তির বিষয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, বায়োপিকটি এরই মধ্যেই সেন্সর সার্টিফিকেট পেয়েছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে এটি দেশে শুভমুক্তির পরিকল্পনা রয়েছে।

পরিচালক শাম বেনেগালের পক্ষে চিত্রনাট্যকার অতুল তেওয়ারি জানান, প্রাথিমকভাবে বাংলা ও হিন্দি ভাষায় ছবিটি মুক্তি পাবে এবং বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার রিলিজ হয়েছিল। আর ৩১ জুলাই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মুজিব’।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, যুগ্মসচিব কাউসার আহমেদ, উৎসব কর্মকর্তারা ও দেশি-বিদেশি দর্শকরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন