Select Page

কলকাতার ফ্ল্যাশব্যাকে ঢাকার চিত্রনাট্যকার, পরিচালক ও নায়িকা

কলকাতার ফ্ল্যাশব্যাকে ঢাকার চিত্রনাট্যকার, পরিচালক ও নায়িকা

শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল পরিচালক রাশেদ রাহার। শুটিংও করেছিলেন হায়দারাবাদের রামোজি ফিল্ম সিটিতে। কিন্তু মাঝপথে নানা কাহিনীর পর ছবি ছাড়তে বাধ্য হন।

প্রধান তিন অভিনেতা কৌশিক গাঙ্গুলি, শবনম বুবলি ও সৌরভ দাস

এবারের ছবিটিও নির্মিত হচ্ছে ভারতে, আর মুক্তি সেই পাবে দেশে। চিত্রনাট্যে রাশেদ রাহার সঙ্গে রয়েছেন ঢাকার সাংবাদিক খায়রুল বাসার নির্ঝর। আর ‘ফ্ল্যাশব্যাক’ নামের এ সিনেমায় অভিনয় করছেন শবনম বুবলি।

আরো অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং। কলকাতার পর্ব শেষে পরবর্তী শুটিং হবে পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে।

সিনেমার গল্পটি এগিয়েছে একজন লেখককে কেন্দ্র করে। গল্প অনেকটা এ রকম: মঞ্চের একসময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন ধরে সব ছেড়েছুড়ে সবকিছু থেকে দূরে। মাঝেসাঝে এখনো অঞ্জন অভিনয় করে। তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে, ছবিতে অন্য এক চরিত্র ডিকে ভবঘুরে। কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এ দুই চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্র চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। সে ভিন্নধারার মানুষের জীবন অদ্ভুতভাবে মিলিয়ে দেয়।

পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিনগুলো যেন রুপালি পর্দার থেকেও বেশি আকর্ষণীয় নিয়তি তাদের কোন পথে নিয়ে যাবে? তারই গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাকে’। ছবিতে ‘অঞ্জন’ কৌশিক গঙ্গোপাধ্যায়, ‘ডিকে’ সৌরভ দাস ও ‘চলচ্চিত্র নির্মাতা’র ভূমিকায় শবনম বুবলি।

সিনেমাটি নিয়ে পরিচালক রাশেদ রাহা বলেন, ‘আমি কৌশিক গাঙ্গুলির ভীষণ ভক্ত। নির্মাতার পাশাপাশি অভিনেতা হিসেবেও তিনি দুর্দান্ত। আর ডিকে চরিত্রে অভিনয় করা সৌরভ দাসের সঙ্গে আমার আগেও কাজ হয়েছে, তিনিও একজন ভালো অভিনেতা।’

ওপারের নায়িকার বদলে বুবলিকে নেওয়া প্রসঙ্গে রাশেদ রাহা বলেন, ‘চলচ্চিত্র নির্মাতা শ্বেতা চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল, তবে আমাদের মনে হয়েছে বুবলীর মধ্যে সেই ক্যালিবার আছে। সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল। এখন পর্যন্ত তাঁর যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী।’

সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। খবর আজকের পত্রিকা।


মন্তব্য করুন