Select Page

‘খেলা হবে’ তো?

‘খেলা হবে’ তো?

 ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করার কথা জনপ্রিয় দুই নায়িকার…

বাংলাদেশে আশাজাগানিয়া অনেক নির্মাতা ও কলাকুশলী থাকলেও তাদের ঠিকঠাক ব্যবহার করতে পারে এমন প্রযোজনা প্রতিষ্ঠান নেই। যারা পারে হাল আমলের সঙ্গে মিলিয়ে নতুনভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলতে। জাজ মাল্টিমিডিয়ার সেই সম্ভাবনা থাকলেও একচেটিয়া ব্যবসা, গোজামিল দিয়ে ভারতীয় সিনেমার আমদানি ও আর্থিক কেলেংকারি মিলিয়ে সেই চেষ্টায় কুঠার চালিয়েছে। এরপর বেশ কিছু সংস্থা আশা জাগালেও এক-দুটি হিট সিনেমার পর বিনিয়োগ করেনি। তখনই শোনা গেল নিয়মিত প্রযোজনা সংস্থা হিসেবে আসতে চলেছে টিএম ফিল্মস। কিন্তু সাম্প্রতিক কেলেংকারিতে সেটা কতটা বাস্তবায়িত হবে; তা-ই এখন শংকার বিষয়।

বছর পাঁচেক আগে শাকিব খানসহ ঢালিউডের প্রথম সারি অভিনেতাদের নিয়ে টিএম ফিল্মসের ঘোষণা আসে তৎকালীন শেরাটন হোটেলে। তারপর করোনার অভিঘাতে সবকিছু বদলে যায়। গত কয়েক বছরে টিএম ফিল্মসের কার্যক্রম সীমিত ছিল সরকারি অনুদানের ‘নকশিকাঁথার জমিন’ সহপ্রযোজনায়।

সম্প্রতি রায়হান রাফী ও তানিম রহমান অংশুকে নিয়ে বড় দুটো সিনেমার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে অংশুর সিনেমার নাম ‘খেলা হবে’। ভারতে শুটিংয়ের অনুমতিও পেয়েছে সম্প্রতি। অভিনয় করার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যয়সহ সেখানকার কিছু অভিনেতার। আর প্রধান দুটো চরিত্রে থাকছেন পরী মণি ও শবনম বুবলি। কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার আগে বুবলিকে নিয়ে যে জটিলতা শুরু হয়েছে তাতেই মনে হচ্ছে, গোড়াতে গলদ হয়ে গেছে।

তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গত ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবরের মধ্যে এই শুটিং সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এ বিষয়ে আপাতত কোনো আপডেট নেই।

ঘটনার শুরু এমন যে টিএম ফিল্মসের অন্যতম কর্ণধার ফারজানা মুন্নীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। যেখানে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটির অপর কর্ণধার ও তার স্বামী কৌশিক হোসেন তাপসের সঙ্গে সম্পর্ক গড়েছেন বুবলি। সময় গড়াতে ফেসবুক হ্যাক হওয়ার কথা বলে ‘ড্যামেজ কনট্রোল’ করা গেলেও কয়েকদিনের মাথায় অপু বিশ্বাসের সঙ্গে মুন্নির অডিও কলের সম্পাদিত অংশ ফাঁস হয়। যেখানে মুন্নি দাবি করেন, বুবলি তার সংসার ভাঙতে চাইছে। ওই সময় ফেসবুক হ্যাক হয়নি। তিনি রেগে গিয়েই স্ট্যাটাসটি দিয়েছেন। জবাবে বুবলি জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক তখনই ‘খেলা হবে’র আরেক নায়িকা পরী মণি ‘ষড়যন্ত্র’ নিয়ে কটাক্ষ করেন, যার সঙ্গে অপু বিশ্বাসের হৃদ্যতা অনেক দিনের। সব মিলিয়ে বিষয়টি এতই গোলমেলে যে ‘খেলা হবে’ শুরু করতে গিয়ে টিএম ফিল্মস হোঁচট খাবে কিনা সেটাই হলো কথা।

অনেক বছর ধরে পেশাদার প্রযোজনা প্রতিষ্ঠানের অভাব ধুঁকছে ঢালিউড। সেখানে আশা দেখিয়েছিল টিএম ফিল্মস। বিশেষ করে গানবাংলা চ্যানেলের মাধ্যমে তাপস-মুন্নী জুটি সারা দেশে পরিচিত। তারা এই চ্যানেলেই অনেক বড় বড় প্রজেক্ট সম্ভব করেছেন। শুরুতেই তাদের এ বিবাদ পুরো উদ্যোগে যে প্রভাব ফেলবে তাতে সন্দেহ নেই। এখন দেখার বিষয় ‘খেলা হবে’ নিয়ে কী কী খেলা বাকি আছে। অনেকেই বলে থাকেন, ঢালিউডে এখন ফিল্ম নেই, আছে শুধু ব্যক্তিগত কেচ্ছা। তা যেন আর সত্য না হয়!


মন্তব্য করুন