Select Page

চাহিদার তুলনায় কম কনটেন্ট নিয়ে ওটিটির ঈদ আয়োজন

চাহিদার তুলনায় কম কনটেন্ট নিয়ে ওটিটির ঈদ আয়োজন

গত কয়েক বছরে বাংলা ওয়েব কনটেন্টের জনপ্রিয়তা বেড়েছে। প্ল্যাটফর্ম অনুসারে চাহিদাও বেড়েছে। কিন্তু বরাবরই সরবরাহ কম। এই ঈদেও সব ওটিটি মিলি অরিজিনাল কনটেন্ট ডজনের অঙ্ক পার করেনি। আলোচনায় থাকা ঈদের কয়েকটি ওয়েব সিরিজ ও ছবি-

প্রধান আকর্ষণ ওসি হারুন

২০২১ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয় হয় হইচইয়ের সিরিজ ‘মহানগর’। পরিচলনায় আছেন আশফাক নিপুণ। ২০ এপ্রিল মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় কিস্তি। ওসি হারুনের গ্রেপ্তারের মধ্য দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব, নিজেকে তিনি কীভাবে বাঁচাবেন বা আদৌ বাঁচাতে পারবেন কি না, তা দেখার অপেক্ষায় দর্শক। ‘মহানগর ২’-এর ট্রেলার মুক্তির পর আলোচনায় এসেছে।

এবারের কিস্তিতে কী হতে যাচ্ছে, সে ধারণা অবশ্য দেননি পরিচালক, তবে ট্রেলারে দেখা গেছে বেশ কয়েকটি নতুন মুখ—ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি। পুরোনো অভিনেতাদের মধ্যে চোখে পড়েছে শ্যামল মাওলাকে। তবে মলয় চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মোস্তাফিজুর নূর ইমরানকে দেখা যাবে না এবার। তেমনি নেই জাকিয়া বারী মমও।

অ্যালেন স্বপন নিয়ে সিরিজ

গত বছর ঈদুল আজহায় চরকিতে মুক্তি পেয়েছিল সিরিজ ‘সিন্ডিকেট’। সিরিজটিতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাসির উদ্দিনের অভিনয় তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ঈদে ‘সিন্ডিকেট’-এর স্পিন–অফ মাইসেলফ অ্যালেন স্বপন নিয়ে হাজির হচ্ছেন শিহাব শাহীন।

আরিয়ান এবার দীপ্ত প্লেতে

ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া আহমেদ, নাদের চৌধুরী। শহরে খালা আর খালু ছাড়া অনিকের কেউ নেই। নিঃসন্তান এই পরিবারের ছেলের মতোই সে। খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে অনিককে। কিন্তু তার বিয়েতে অনীহা। কোনো মেয়েই পছন্দ হয় না তার। যখন একজনকে পছন্দ হয় তখনই লেগে যায় মহাপ্যাঁচ।

হোটেল রিলাক্সে থাকছেন পূর্ণিমা

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো বানিয়েছেন ওয়েব সিরিজ। ‘হোটেল রিলাক্স’ নামে সিরিজটি এবার ঈদে বঙ্গতে মুক্তি পাবে। অভিনয় করেছেন পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা প্রমুখ। প্রচার হবে বঙ্গ বিডিতে।

ঢাকার একটি অখ্যাত হোটেল হোটেল রিল্যাক্স। সমাজের নানা পেশার মানুষ এখানে ফূর্তি করতে আসে। এই হোটেলে বহুদিন ধরে বয়ের কাজ করে সালাম। কেউ তাকে ধমক দিয়ে কথা বললে সে তা নিতে পারে না। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মানুষটাকে হোটেলের ছাদে নিয়ে যায়। তারপর সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাক্রমে এই হোটেলে এসে ওঠে ডাকাত গ্যাস বাবু ও তার দল।

২০ পর্বের সিরিজ ওপেন কিচেন  

ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ওপেন কিচেন’-এ অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, শাওন জামান, স্পর্শিয়া, তামিম মৃধা, আরশ খান প্রমুখ। জয়িতার বাবা শেষ বয়সে এসে নিজের একাকিত্ব কাটাতে বিয়ে করতে চায়। বাবার সঙ্গে রাগ করে দুই বন্ধুকে নিয়ে ‘ওপেন কিচেন’ নামের একটি রেস্টুরেন্ট চালু করে জয়িতা। এটিও বঙ্গ বিডির কনটেন্ট।

ওটিটিতে প্রথমবার অপু বিশ্বাস

আরটিভি প্লাসের জন্য ‘ছায়াবাজি’ পরিচালনা করেছেন সৈয়দ শাকিল অভিনয়ে আছেন তারিক আনাম খান, অপু বিশ্বাস, মাহমুদুল হক মিঠু, রেবেকা প্রমুখ। মানসিক ভারসাম্যহীন এক নারী ও এক মনোচিকিৎসকের মধ্যকার সম্পর্কের মধ্য দিয়ে এগোবে সাইকো-থ্রিলার ছবিটি।

এছাড়া নতুন চালু হওয়া আই স্ক্রিনে আফজাল হোসেনের নায়িকাদের নিয়ে প্রচার হবে নন-ফিকশন শো। তবে তাদের ঈদ পরিকল্পনার বিস্তারিত জানা যায়নি। এছাড়ার ব্ল্যাক ওয়ার, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, মেড ইন চিটাগং-সহ বেশ কিছু চলচ্চিত্র রিলিজ পাচ্ছে ঈদ উপলক্ষে।


মন্তব্য করুন