Select Page

‘মৃধা বনাম মৃধা’র পর যুক্তরাষ্ট্রে ‘ফ্লাশ ইট’

‘মৃধা বনাম মৃধা’র পর যুক্তরাষ্ট্রে ‘ফ্লাশ ইট’

রনি ভৌমিক ২০২১ সালে ‘মৃধা বনাম মৃধা’ পরিচালনা করে প্রশংসিত হন। তিনি যুক্তরাষ্ট্রে নির্মাণ করেছেন পরের ছবি ‘ফ্লাশ ইট’। অভিনয় করেছেন বাংলাদেশ, ভারত, কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের শিল্পীরা। গত মে মাসের মাঝামাঝি ছবিটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে নিউইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট ও পেনসিলভানিয়ার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। খবর প্রথম আলো।

পরিচালক রনি বলেন, ‘শুটিং শেষের পথে। মিলন (আনিসুর রহমান) ভাই ছাড়া বিদেশিদের বেশির ভাগই টেলিভিশন ও থিয়েটারকর্মী।’

আরও বলেন, ‘ছবিতে চার দেশের শিল্পীরা নিজস্ব ভাষায় সংলাপ দিয়েছেন। বিভিন্ন দেশের ভাষা মিলিয়ে পৃথিবীতে অনেক সিনেমা তৈরি হয়েছে। আমার এই ছবিতে বাংলা ও ইংরেজি ভাষা বেশি ব্যবহৃত হয়েছে। তবে ছবির কিছু কিছু জায়গায় হিন্দি ও স্প্যানিশ ভাষা ব্যবহার করা হয়েছে।’

‘ফ্লাশ ইট’ ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, বাংলাদেশ থেকে আসা একজন সাধারণ মানুষের চোখে স্বপ্নের আমেরিকা আবিষ্কারের গল্প। সেই পথচলায় উত্থান, পতন, প্রাপ্তি, অপ্রাপ্তি আর ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। মূলত এটি একটি সিচুয়েশনাল কমেডি। নিউইয়র্কের ছোট একটা ইস্যু থেকে এ ছবির গল্পের সূত্রপাত। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সাধারণ মানুষ আলমের চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এরই মধ্যে তাঁর অংশের শুটিং শেষ। এখন তিনি বাংলাদেশে আছেন।

ছবিতে মিলনের সহশিল্পী কলম্বিয়ার জিমেনা এরিকা। তিনি সেখানকার ব্রডওয়ে থিয়েটারের কাস্টিং ডিরেক্টার ও অভিনেতা। আরো অভিনয় করেছেন গ্যাব্রিয়েলা মরেনো (কলম্বিয়া), প্রিতম চৌধুরী (বাংলাদেশ), রেমন্ড ক্রামডাইক, ফিলিপ ডোনেহ, স্কট লয়ের, বিল ফথ, সিলভিয়া, অলিভ, দুররে মাকনুন, সানিয়া প্রভাক (যুক্তরাষ্ট্র), নিঝুম বড়ুয়া (ভারত) প্রমুখ।

ছবির গল্প লিখেছেন অপূর্ব পাল, সংলাপ স্নেহাশিস চক্রবর্তী ও নোভা ফিরোজ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এই ছবির নির্বাহী প্রযোজক অভিনেত্রী নোভা ফিরোজ।

‘ফ্লাশ ইট’ মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একই সঙ্গে মুক্তি পাবে।


মন্তব্য করুন