Select Page

সিনেমার প্রেমে পড়ে এয়ারফোর্স ছাড়েন পরিচালক মোস্তফা আনোয়ার

সিনেমার প্রেমে পড়ে এয়ারফোর্স ছাড়েন পরিচালক মোস্তফা আনোয়ার

বাণিজ্যসফল সামাজিক ছবির পরিচালক হিসেবে এক সময় বেশ পরিচিত ছিলেন মোস্তফা আনোয়ার। চলচ্চিত্রের প্রতি অদম্য ভালোবাসার কারণে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এ জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

মোস্তফা আনোয়ার ১৯৪১ সালের ১৯ নভেম্বর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ১২ মে মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

উচ্চমাধ্যমিক পাস করেই তিনি পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ)-এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। চাকরিকালীন অবসর সময়ে সহকর্মীদের সাথে সিনেমা হলে ছবি দেখতে যেতেন। সেইসব ছবি দেখেই তাঁর চলচ্চিত্রের প্রতি প্রচণ্ড আগ্রহ জন্মায়।

মোস্তফা আনোয়ার চাকরি ছেড়ে দিয়ে চলচ্চিত্র জগতে চলে আসেন। প্রথমে অভিনয় করেন ‘আগুন নিয়ে খেলা’ ছবিতে। পরবর্তীতে জহির রায়হানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

মোস্তফা আনোয়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ফেরারী’ মুক্তিপায় ১৯৭৬ সালে। অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘কাজল লতা’, ‘আঁখি মিলন’, ‘পুষ্প মালা’, ‘সমর্পণ’, ‘আশ্রয়’, ‘অবুঝ হৃদয়’, ‘আপন ঘর’, ‘কাশেম মালার প্রেম’, ‘নাগিনী সাপিনী’, ‘অন্ধ প্রেম’, ‘বাংলার মা’, ‘হাসি’, ‘কান্দ কেন মন’, ‘মায়ের কসম’, ‘হৃদয় নিয়ে যুদ্ধ’, ‘ফাঁসি’ প্রভৃতি।

মোস্তফা আনোয়ার পরিচালিত চলচ্চিত্রগুলো যেমন জনপ্রিয় হয়েছে, তেমনই তার চলচ্চিত্রের গানগুলো পেয়েছে জনপ্রিয়তা। কয়েকটি জনপ্রিয় গান— ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ (আঁখি মিলন), ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে আজ তোমায় আমায়’ (কাজল লতা), ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ (আবুঝ হৃদয়), ‘যদি নিন্দার কাঁটা না বিধিল বুকে’ (অন্ধ প্রেম)।

তথ্য ও ছবি: আজাদ আবুল কাশেম


মন্তব্য করুন