Select Page

‌‘পাঠান’ আমদানির পক্ষে কাদের, বিলি করলেন ‘বীরকন্যা প্রীতিলতা’র পাস

‌‘পাঠান’ আমদানির পক্ষে কাদের, বিলি করলেন ‘বীরকন্যা প্রীতিলতা’র পাস

বলিউড সিনেমা ‘পাঠান’ মুক্তি নিয়ে ঢালিউডের সব পক্ষ রাজি হলেও দুটি আইনের পরস্পরবিরোধী অবস্থানের এখনো বিষয়টি সুরাহা হয়নি। এবার ভারতীয় সিনেমা আমদানি জটিলতায় মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাওয়া উচিত। খবর কালের কণ্ঠ

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘পাঠান মুক্তি পেলে ভালো হয়। দেওয়া নেওয়া অবশ্যই ভালো। এতে আমরা আরো সমৃদ্ধ হব।’

নিজেকে একজন চলচ্চিত্র অনুরাগী দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘একসময় বাংলা ছবি দেখতাম। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার ছবি বেশি দেখতাম। বাংলা সিনেমার সবেচেয়ে ভাল অভিনেতা ও অভিনেত্রী তারা দুজন। তাদের কোনো তুলনা হয় না। রহমান-শবনব জুটির ছবিও দেখেছি। সাংঘাতিক হিট ছিল তারা। এখন অনেকেই তাদের চেনে না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম এদের ছবিও দেখা হতো।’

এ দিকে সরকারি অনুদানের ‘বীরকন্যা প্রীতিলতা’ ছবির হাফ পাসের টিকিট বিলি করেছেন ওবায়দুল কাদের

কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে টিকিট তুলে দেন। নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামানিকসহ ছবির কলাকুশলীরাও ছিলেন সেখানে।

কাদের ছবিটি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘অগ্নিযুগের অন্যতম নেতা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি স্বাধীনতার জন্য আত্মবলিদান করে গেছেন। তাঁকে নিয়ে আমাদের দেশের পরিচালকরা সিনেমা বানিয়েছে, এটি অবশ্যই ভালো উদ্যোগ। সকলের দেখা উচিত।’

প্রদীপ ঘোষের ছবিটি মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি।

ওবায়দুল কাদের উপন্যাস অবলম্বনে ‘গাংচিল’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। পূর্ণিমা ও ফেরদৌস অভিনীত সিনেমাটির একটি গানের কাজ বাকি আছে বর্তমানে।


মন্তব্য করুন